নাগরপুর উপজেলা সদরে টাঙ্গাইল-আরিচা সড়ক সংলগ্ন ১.৮২ একর ভূমির উপর বিদ্যালয়টি ১৯৮৯ সনেডর ২১ অক্টোবর প্রতিষ্ঠিত । এর ভৌত অবকাটামো U শেফ। পাকা দেওয়াল টালি শেভ ঘর ৪৮২৫ বর্গফুট ২ টি, মেয়েদের কমন রুম, একটি শিক্ষক মিলনায়তন , ১টি নামাজ ঘর,অফিস কক্ষ ২টি।কাচা ঘর শুধু টিন শেভ ৪৭৫৩ বর্গফুট। এর শ্রেনি কক্ষ ৬টি দোতলা বিল্ডিং একটি ৩০৬৯ বর্গফুট। এর নিচে উপরে মিলে মোট শ্রেনী কক্ষর সংখ্যা ৮ টি। এর একটি কম্পিউটার ল্যাব হিসেবে ব্যবহার করা হয় । বর্তমানে শাখা সংথ্যা ৩টি এবং কর্মকর্তা শিক্ষক-শিক্ষিকা সংখ্যা ১৮ জন । ৩য় শ্রেনীর কর্মকর্তা ১জন এবং৪র্থ শ্রেনীর কর্মকর্তা ৪জন।
স্থায়ীভাবে মাধ্যমিক স্থরে সহশিক্ষার ক্ষেত্রে অপেক্ষাকৃত মান সম্পূন শিক্ষা বিস্তারের লক্ষে ১৯৮৯ সনে ২১ অক্টোবর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা প্রাক্তন শিক্ষক জনাব নুর মোহাম্মদ খান।
নিয়মিত পরিচালনা কমিটি গঠনের তারিখ-০২-১২-২০১২
মেয়াদ উত্র্তীনের তালিখ -০১-১২-২০১৪
সদস্য সংখ্যা-১৩জন (মহিলা ১জন)
0
0
0
0
0
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস