মীরনগর নঙ্গনিাবাড়ী দুইটি গ্রামের মাঝে বিদ্যালয়টি অবস্থিত। দুটি গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন ১টি পাকা ভবন ৩টি শ্রেণী কক্ষ বিদ্যালয়টি সদর উপজেলা হইতে ১.৫ কিঃমিঃ দূরে অবস্থিত বিদ্যালয়ে ৪ জন শিক্ষক/শিক্ষিকা আছে।
দুটি গ্রামের মধ্যে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় দুই গ্রামের গণ্যমান্য ব্যক্তির্বগ মিলে মীরনগর বিশিষ্ট সমাজ সেবক মোঃ আঃ বারেক মিয়া কে ১টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার জন্য জমিদান করার কথা বলেন। মোঃ আঃ বারেক মিয়া সকলের অনুরোধে এবং কচিকাচা ছেলে মেয়ে লেখাপড়া করার জন্য ৩৩ শতাংশ জমি বিদ্যালয়ে দান করেন।
বর্তমান পরিচালনা কমিটির তথ্য | নাম
| পদবী
| নাম
| পদবী
|
১। মোঃ আঃ বারেক মিয়া ২। মোঃ জুড়ান আলী ৩। হবিবর রহমান ৪। মোঃ নেপাল মিয়া ৫। সহিদুর রহমান
| সভাপতি সহ-সভাপতি সদস্য সদস্য সদস্য
| ৬। প্রভারানী বাকালী ৭। মোঃ মোবারক মিয়া ৮। মোঃ আক্তার খান ৯। মোঃ সহিদুর রহমান ১০। ইসমাইল হোসেন ১১। মোঃ মোজারুল ইসলাম
| সদস্য সদস্য সদস্য সদস্য সচিব শিক্ষক প্রতিনিধি সদস্য
|
বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল | ২০০৯ | ২০১০ | ২০১১ | ২০১২ | ২০১৩ |
৮৮% পাশ | ৯০% পাশ | ৯৫% পাশ | ৯২% পাশ | ১০০% পাশ |
অর্জন | বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকা অত্যান্ত গরিব ও অশিক্ষিত। বিদ্যালয়ে আসার পর শিক্ষার মান সর্ব নিম্ন ছিল এবং ভর্তির হার অত্যান্ত কম ছিল বিদ্যালয় বর্তমান শিক্ষার মান ও ভর্তির হার ১০০%। |
বিদ্যালয়ের চারপাশে বাউন্ডারী করা এব আরও ১টি ভবন তৈরি করা ভবিষতে বিদ্যালয়টি একটি মডেল প্রাইমারী বিদ্যালয়ে রুপান্তরিত করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস