বিদ্যালয়টি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় অবস্থিত। এটা চৌরাস্তা সংলগ্ন কিন্তু বাউন্ডারী বিহীন বলে ঝুকিপূর্ণ। এর দুইটি একতলা পাকা ভবন ও একটি সেমি পাকা ভবন রয়েছে। সামনের বিরাট গর্ত ভরাট হলে মাঠের প্রয়োজন মিটবে। কর্মরত শিক্ষক ৬ জন। |
বর্তমানে বিদ্যালয়টি যে স্থানে অবস্থিত তা দাতা আব্দুল হামিদ মিয়া জমিদার যাদব বাবুর কাছ থেকে পত্তন নেন এবং দুয়াজানী এলাকার ছেলেমেয়েদের শিক্ষার সু-ব্যবস্থার জন্য বাংলা ১৩৬৭ সালের ১১ ই জৈষ্ঠ্য,ইংরেজী ৩০/০৫/১৯৬০ সালে মডেল বিদ্যালয় প্রতিষ্ঠা লক্ষ্যে দুয়াজানী প্রাথমিক বিদ্যালয়ের নামে জমিটি লিখে দেন। ফলে ১৯৩৮ সালে যাদব বাবুর বাড়িতে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি বর্তমান স্থানে স্থানান্তরিত হয়। ১৯৭৩ সালে জাতীয় করণের মাধ্যমে বিদ্যালয়টির নাম দুয়াজানী
বর্তমান পরিচালনা কমিটির তথ্য | নাম
| ক্যাটাগরী
| পদবী
| নাম
| ক্যাটাগরী
| পদবী
|
১। মীর দোলায়ার হোসেন ২। মোঃ আজিজুর রহমান ৩। রেবেকা আক্তার
৪। মোঃ গোলাপ হোসেন ৫। মোছা সামনিা সুলতানা
৬। মোছাঃ রহিমা বেগম
| বিদোৎসাহী পুরুষ নিকবর্তী মাঃ বিদ্যাঃ শিঃ ইউ,পি সদস্য
দাতা বিদোৎসাহী মহিলা
সাধারণ অভিভাবক | সভাপতি সদস্য সদস্য
সদস্য সদস্য
সদস্য
| ৭। মোছাঃ পিয়ারা বেগম ৮।মোছাঃ মনোয়ারা বেগম ৯। শ্যামল সাহা রাধু ১০। মোঃ সাইফুল ইসলাম ১১। জাহানারা বেগম ১২। হাফিজা মমতাজ
| সাঃঅভিভাবক মেধা অভিভাবক সাঃ অভিঃ সাঃ অভিঃ শিঃপ্রঃ প্রধান শিঃ
| সদস্য সদস্য সদস্য সদস্য সদস্য সদস্য সচিব |
বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল | ২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
৯৬% পাশ | ৮৫% পাশ | ১০০% পাশ | ১০০% পাশ | ১০০% পাশ |
0
অর্জন | বিদ্যালয়টি বি গ্রেড থেকে এ গ্রেডে উন্নতি করণ। সমাপনী পরীক্ষায় পাশের হার শতভাগ। বৃত্তি ও এ প্লাস অর্জন, পোষাক ১০০% , ঝড়ে পড়ার হার কমিয়ে আনা। শ্রেণী কক্ষ ও অফিস কক্ষে বিদ্যুৎ সংযোগ ও ফ্যানের ব্যবস্থা করণ, মাঠ ভরাট (অংশিক), গেইট নির্মাণাধীন, প্রধান শিক্ষকের শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে বি,এস,বি ফাউন্ডেশন পুরুস্কার ২০১১ অর্জন। |
ভবিষ্যৎ পরিকল্পনা | চার পাশে বাউন্ডারী নির্মাণ, প্রতি ক্লাসে শতভাগ পাশ, প্রতি বছরে বৃত্তি অর্জন শিশু বান্ধব বিদ্যালয়টিকে পরিনত করা এবং দেশের শ্রেষ্ঠ বিদ্যালয় গুলোর একটি হওয়া।৫০ টি প্রান্তিক যোগ্যতা অর্জনে শিশুদের সফল করে তোলা, ঝড়ে পড়া রোধ করা। |
দুয়াজানী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ডাকঘরঃ নাগরপুর, নাগরপুর, টাঙ্গাইল।
0
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস